সিটিজেন চার্টার
দপ্তরের বিভিন্ন কার্যক্রমঃ
১। জেলার বার্ষিক কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন ।
২। কৃষি উপকরন ( বীজ, সার, কৃষি যন্ত্রপাতি) বিতরন ।
৩। কৃষি সম্প্রসারণ কার্যক্রমের আওতায়ঃ
ক) প্রদর্শনী বাস্তবায়ন খ) মাঠদিবস অনুষ্ঠান গ) চাষী সমাবেশ/ র্যালী ঘ)কৃষক প্রশিক্ষন
ঙ) উদ্ভুদ্ধকরন ভ্রমন চ) উঠান বৈঠক ছ) ওয়ার্কশপ জ) সেমিনার ঞ) আলোচনা সভা ।
৪। কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি ও সেচ ব্যবস্থা সম্প্রসারণে কৃষককে উদভুদ্ধ করন ।
৫। জেলার সার্বিক কৃষি কার্যক্রম সমন্বয় ।
৬। কৃষক পর্যায়ে উন্নত বীজ প্রাপ্তিতে সমন্বয় সাধন ।
৭। সার ও কীটনাশকরেগুলেটরী ফাংশন ।
৮। প্রশাসনিক ও জনবল উন্নয়ন ।
৯। কৃষক মাঠ স্কুল পরিচালনা ।
১০। কৃষি যন্ত্রপাতি প্রদর্শন মেলা, বীজ মেলা, ফল বৃক্ষ মেলা ।
প্রদেয় সেবা সমুহঃ
1. সকল শ্রেনীর কৃষকদের সাথে কাজ করা ।
2. কৃষি গকেষনা ও কৃষি সম্প্রসারণ সম্পর্ক জোরদারকরন ।
3. কৃষক ও সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষন প্রদান ।
4. মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপন ও তদারকী ।
5. সমন্বিত কৃষি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান ।
6. পরিবেশ সংরক্ষনে সমন্বিত সহায়তা প্রদান ।
7. উপজেলা ও ব্লক পর্যায়ে কৃষি দপ্তর পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান ও প্রশাসনিক কার্যাদী সম্পাদন
8. সময়ে সময়ে কৃষি বিষয়ক বিভিন্ন প্রকারের পোষ্টার/ বুকলেট/ লিফলেট/ ফোল্ডার প্রকাশ / সরবরাহ করা ।
সেবা প্রদানের নূন্যতম সময়ঃ
সকাল ৯.০০ থেকে বিকেল ৫.০০ টা, এ ছাড়াও জরুরী প্রয়োজনে সার্বক্ষনিক সেবা প্রদান ।
সেবা প্রদানে কোন আইনানুগ ফি / ব্যয় নাই ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS