স্বাধীনতা পূর্বকাল থেকে পটুয়াখালীতে কৃষি বিভাগ কাজ করে আসছে । বর্তমানে জেলায় প্রায় ২,৬০,২২৫ টি কৃষক পরিবার কৃষি বিষয়ক চাহিদা ও তার পরামর্শ নিশ্চিতকল্পে তথা কৃষি উৎপাদনশীলতা বৃদ্দি করে মানুষের জীবনমান নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের অধীনে যে সংস্থাটি সাগরকন্যা খ্যাত এবং কুয়াকাটায় সৈকত বিধৌত পটুয়াখালী জেলায় নিরন্তর কাজ করে যাচ্ছে তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । খামারবাড়ী হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানটি নিজস্ব জায়গায় ও ভবন নিয়ে পটুয়াখালী জেলার প্রাণকেন্দ্রে ষ্টেডিয়ামের পশ্চিম পাশ্বে অবস্থিত । জেলার ৮টি উপজেলায় কৃষকের চাহিদা মাফিক লাগসই প্রযুক্তি হস্তান্তর কৃষি কার্যক্রমের তত্ত্বাবধান, বাৎসরিক পরিকল্পনা প্রনয়ন ও মূল্যায়ন এবং জেলার সার্বিক কৃষির দিকনির্দেশনা ও দায়দায়িত্ব বহন করে এ প্রতিষ্ঠান । একজন উপ-পরিচালক এর প্রধান , যাঁর আওতায় ৮টি উপজেলা কৃষি অফিস, ১টি হর্টিকালচার সেন্টার ও ১৭৪ টি ব্লক রয়েছে । ব্লক পর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা (এস,এ,এ,ও) গনের মাধ্যমে কৃষি সেবা সম্পন্ন হয়ে আসছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS