Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপপরিচালকের কার্যালয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

খামারবাড়ি, পটুয়াখালী।

dddaeptk@gmail.com

 

সিটিজেনস চার্টার ও বিভিন্ন সেবা

১। ভিশন ও মিশন

১.১) ভিশন: ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।

১.২) মিশন: টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ, ফলপ্রসু, বিকেন্দ্রীকৃত, এলাকা নির্ভর, চাহিদা ভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।


২। সেবা প্রদান প্রতিশ্রুতি

২.১) নাগরিক সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

সেবাসমূহ সম্পর্কিত মৌলিক তথ্যাবলি

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবা মুল্য ও পরিশোধ পদ্ধতি

সেবা

প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

কৃষি বিষয়ক পরামর্শ প্রদান

চাহিদা প্রাপ্তি সাপেক্ষে কৃষি বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে মাঠ পরিদর্শন/প্রশিক্ষণ/প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভার আয়োজন

চাহিদা প্রপ্তি(ব্যক্তিগত যোগাযোগ,এসএমএস,টেলিফোন /মোবাইল কল, ই-মেইল)

পরামর্শ প্রদান

আবেদন প্রাপ্তি

-

বিনামূল্যে

সর্বোচ্চ ৭

কর্ম দিবস

উপপরিচালক

02-478835432

জেলা প্রশিক্ষণ অফিসার

01716-605986

অতিরিক্ত ‍উপপরিচালক (পিপি/শস্য)

উপজেলা কৃষি কর্মকর্তা,

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,

সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস

  • ২.

উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান


  • আবেদন প্রাপ্তি

উপজেলা কমিটির অনুমোদন

প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন

আদেশ জারি ও হস্তান্তর

নির্ধারিত ফরমে আবেদন (ফরম) সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস

শতকরা 70% মূল্যে উপকূলীয় এলাকায় এবং শতকরা 50% ভর্তুকি মূল্যে সমতল এলাকায় যন্ত্রপাতি বিতরণ করা হয়।

৪৫ কর্মদিবস

উপজেলা কৃষি কর্মকর্তা,

সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস


বিসিআইসি সার ডিলার নিবন্ধন নবায়ন


উদ্যান ফসল চাষ সম্প্রসারণ ও নার্সারী স্থাপনে পরামর্শ ও কারিগরী সহায়তা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ/ প্রদর্শনী/ দ্বুদ্ধকরণ/ লিফলেট/ বুকলেট/ ব্রুশিয়ার/ পোস্টার/ জার্নাল প্রদান।

চাহিদা প্রপ্তি(ব্যক্তিগত যোগাযোগ,এসএমএস, মোবাইল কল,ই-মেইল)

পরিদর্শন ও কারিগরী সহায়তা প্রদান

মূল্য পরিশোধ সাপেক্ষে চারা কলম সরবরাহ

১) নির্ধারিত ফরমে আবেদন

২) আবেদন ফরমে উল্লেখিত অন্যান্য দলিলাদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ফরিদপুর

১০০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-১৫০/= এর মাধ্যমে

১০

কর্মদিবস

উপপরিচালক

ফোনঃ 02-478835432

  • ৪.

পেস্টিসাইড রিটেইল লাইসেন্স

কৃষক পর্যায়ে মানসম্পন্ন কিটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেস্টিসাইড রিটেইল লাইসেন্স প্রদান

  • নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি,
  • উপজেলা কৃষি অফিসারের মূল্যায়ন ও সুপারিশ
  • লাইসেন্স প্রদান


১) ফরম-৮ এ দুই কপি আবেদন,

২) ট্রেডলাইসেন্স

৩) দোকানের বিবরন

৪) নাগরিক সনদ

ডিএই’র উপজেলা কৃষি অফিস সমূহ

৩০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-৪৫/= এর মাধ্যমে

৩০

কর্মদিবস


অতিরিক্ত উপপরিচালক

 (উদ্ভিদ সংরক্ষণ),

ফোনঃ 02-478880904


  • ৫.

পেস্টিসাইড হোলসেল লাইসেন্স


কৃষক পর্যায়ে মানসম্পন্ন কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেস্টিসাইড হোলসেল লাইসেন্স প্রদান

  • নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি,
  • উপজেলা কৃষি অফিসারের মূল্যায়ন ও সুপারিশ
  • লাইসেন্স প্রদান


১) ফরম-৮ এ দুই কপি আবেদন,

২) ট্রেডলাইসেন্স

৩) দোকানের বিবরন

৪) নাগরিক সনদ

৫) কোম্পানি কর্তৃকপত্র

ডিএই’র উপজেলা কৃষি অফিস সমূহ

১০০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-১৫০/= এর মাধ্যমে

৩০

কর্মদিবস

অতিরিক্ত উপপরিচালক

 (উদ্ভিদ সংরক্ষণ),

ফোনঃ 02-478880904

  • ৬.

নার্সারি রেজিস্ট্রেশন

কৃষক পর্যায়ে মানসম্পন্ন চারা/কলম সরবরাহ নিশ্চিত করতে লাইসেন্স প্রদান

  • নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি,
  • উপজেলা কৃষি অফিসারের মূল্যায়ন ও সুপারিশ
  • লাইসেন্স প্রদান


১) নির্ধারিত ফরমে দুই কপি আবেদন

২) ট্রেড লাইসেন্স

৩) নার্সারির বিবরণ

৪) নাগরিক সনদ

ডিএই’র জেলা ও উপজেলা অফিস সমূহ

৫০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-৭৫/= এর মাধ্যমে

৩০

কর্মদিবস

উপপরিচালক,

অতিরিক্ত ‍উপপরিচালক (পিপি/শস্য)

ফোনঃ 02-478835432


কৃষক প্রশিক্ষণ  প্রদান

ফসলের উন্নত জাত, বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমন, সার ও সেচ ব্যবস্থাপনা।

  • কৃষক তালিকা তৈরী
  • মাল্টিমিডিয়া ব্যবহার
  • ছবি প্রদর্শন
  • আলাপ আলোচনা/বক্তৃতা
  • জীবন্ত নমুনা প্রদর্শন

কৃষকের এনআইডি নম্বর ও মোবাইল নম্বর

বিনামূল্যে

চাহিদা মোতাবেক যে কোন সময়

উপপরিচালক

ফোনঃ 02-478835432

জেলা প্রশিক্ষণ অফিসার

অতিরিক্ত ‍উপপরিচালক, (পিপি/শস্য/উদ্ভিদ)


 

২.2) দাপ্তরিক সেবাঃ

1

চিঠিপত্র আদান-প্রদান

গুরুত্বপূর্ণ ও জরুরী পত্র সমূহ অধঃস্থন অফিসে প্রেরণ

  • ডাক, ই-মেইল, টেলিফোন এবং ই-নথি।

-

বিনামূল্যে

প্রয়োজন অনুযাযী

পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

অফিস সহায়ক

2

বাজেট বরাদ্দ মঞ্জুরী

সরকারী কর্মসম্পাদনের জন্য বাজেট বরাদ্দ অর্থ ছাড়করণ

  • চাহিদা প্রাপ্ত বাজেটের অনুমোদন বাজেট বরাদ্দের অর্থ ছাড়করণ

বরাদ্দপত্র , মঞ্জুরীপত্র

বিনামূল্যে

7 কার্যদিবস

পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

পদবীঃ প্রধান সহকারী

3

শ্রান্তি বিনোদান ছুটিসহ ভাতা মঞ্জুরী প্রদান

অধঃস্তন অফিসের কর্মচারীগণের শ্রান্তি বিনোদন ছুটিসহ ভাতা মঞ্জুরী প্রদান করা হয়।

  • ডাক, ই-মেইল ও টেলিফোনের মাধ্যমে

মঞ্জুরীপত্র

বিনামূল্যে

7 কার্যদিবস

 পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

পদবীঃ প্রধান সহকারী


২.2) আভ্যান্তরীন সেবাঃ



ছুটি মঞ্জুর

প্রাপ্তি সাপেক্ষে বিভিন্ন ধরনের ছুটি মঞ্জুর

  • আবেদন প্রাপ্তি
  • অনুমোদন

ছুটি মঞ্জুরীর জন্য আবেদন ও ছুটি প্রাপ্যতার সনদ

বিনামূল্যে

7 কার্যদিবস

পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

পদবীঃ প্রধান সহকারী


জিপিএফ অগ্রিম প্রদান

নিজ দপ্তর ও নিয়ন্ত্রনাধীন সকল চতুর্থ শ্রেনীর কর্মচারীদের জিপিএফ থেকে অগ্রিম মঞ্জুরীর ক্ষমতা।

  • চাহিদা প্রাপ্তি
  • অনুমোদন ও বিতরণ

জিপিএফ এর আবেদন ফরম ও অন্যান্য আনুসাঙ্গিক কাগজপত্র


বিনামূল্যে

7 কার্যদিবস

 পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

পদবীঃ প্রধান সহকারী


৪র্থ শ্রেণীর কর্মচারীদের পোশাক প্রদান

চাহিদা প্রাপ্তি সাপেক্ষে ৪র্থ শ্রেনীর কর্মচারীদের পোষাক প্রদান

  • আবেদন প্রাপ্তি
  • অনুমোদন
  • সংগ্রহ ও সরবরাহ

পোষাকের জন্য আবেদন, বিল ও অন্যান্য আনুসাঙ্গিক কাগজপত্র

বিনামূল্যে

7 কার্যদিবস

 পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

পদবীঃ প্রধান সহকারী


দেশের অভ্যান্তরে ভোগের ক্ষেত্রে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী

  • নিজ দপ্তর ও নিয়ন্ত্রনাধীন দপ্তরের 9ম-৬ষ্ঠ গ্রেডভুক্ত কর্মকর্তা এবং নিজ দপ্তরের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা
  • নিজ দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরির ক্ষমতা।

আবেদন প্রাপ্তি সাপেক্ষে অগ্রায়ণ

নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি,

প্রধান সহকারীর দপ্তর।

বিনামূল্যে

7 কর্মদিবস

পদবীঃ উপপরিচালক

ফোনঃ 02-478835432

পদবীঃ প্রধান সহকারী





 

 

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও তথ্য পত্র

 


প্রতিষ্ঠান/কার্যালয়ের নাম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

পূর্ণ ঠিকানা

খামারবাড়ি, পটুয়াখালী

ফোন, ফ্যাক্স, ই-মেইল ও ওয়েবসাইট

ফোনঃ 02-478835432

ই-মেইলঃ dddaeptk@gmail.com

প্রতিষ্ঠানের ধরণ

সরকারি

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরনের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসু, বিকেন্দ্রীকৃত, এলাকা নির্ভর, চাহিদা ভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।

প্রতিষ্ঠানের উল্লেখ্যযোগ্য কার্যক্রম

১। সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি বিষয়ক যাবতিয় প্রযুক্তি সম্প্রসারণ সেবা প্রদান

২। প্রদর্শনী প্লট স্থাপন, মাঠদিবস, কৃষক প্রশিক্ষণ, কৃষক সমাবেশ এর  মাধ্যমে ফসলের উন্নতজাত ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ

৩। কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন এবং গবেষণালব্দ তথ্য ও প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সম্প্রসারণ করা।

৪। ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা/পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন।

৫। সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, ফোন ও ই-মেইল

মোঃ খায়রুল ইসলাম মল্লিক

উপপরিচালক (ভারপ্রাপ্ত)

  ফোনঃ 02-478835432

  dddaeptk@gmail.com

বিকল্প কর্মকর্তার (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে) নাম, পদবী, ফোনওই-মেইল

পদবীঃ অতিরিক্ত উপপরিচালক (পিপি/শস্য/উদ্ভিদ)

  ফোনঃ 02-478880904

আপীল (তথ্যনাপেলে) কর্তৃপক্ষের নাম, পদবী, ফোন ও ই-মেইল

অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল।

ই-মেইলঃ addae.barisal@gmail.com

সার্বিক সেবা সম্পর্কিত অভিযোগ জানানোর ঠিকানা

উপপরিচালক,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী